সংবাদ ডেস্ক :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হত্যা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। ১৭ ডিসেম্বর রাত সাডে ৯টার দিকে তাদেরকে শ্রীমঙ্গলের বৌলাসীর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জের বালুবল থানার দেবীপুর গ্রামের আব্দুন নূরের ছেলে ফাবু মিয়া (৪৫) ও একই থানার মহিষদোলন গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী (২৭)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে গত ৫ অক্টোবর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাজিদুর রহমান ওরফে টেনু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।