মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলে ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে ঘন কুয়াশায় বেলা ১০টা পর্যন্তও সূর্যের আলো দেখা যায়নি।

চা বাগান অধ্যুষিত এলাকায় সন্ধ্যা নামলেই বইতে শুরু করে হিমেল হাওয়া। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ঠাণ্ডা। কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে সড়ক পথে যান চলাচল। শীতের কারণে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল শ্রমজীবী মানুষেরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

শহরের পোস্ট অফিস রোডের এম সাইফুর রহমান মার্কেট ও ফুটপাতের দোকানগুলোয় শীতের কাপড়ের পসরা দেখা গেছে। বিক্রিও মোটামুটি হচ্ছে বলে জানান বেশ কয়েকজন দোকানি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায়। এরপরেই শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গলের আশপাশে তাপমাত্রা আরও নিচে নামতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here