সংবাদ ডেস্ক :: বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গোলাপগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধ নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য অজামিল চন্দ্র নাথ, জাহেদুর রহমান জাহেদ প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।