সংবাদ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীর নিহত হয়েছে। ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রীর মৃত্যু হয়। ঘাতক বখাটে ইয়াহিয়া উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

শনিবার রাত আটটার দিকে দিরাই উপজেলার দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মুন্নী আক্তার নামের ওই ছাত্রী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন। রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া মুন্নীদের ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। সিলেট নেওয়ার পথে মুন্নী আক্তারের মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনার পর থেকেই ইয়াহিয়া পলাতক আছে। তাকে ধরার চেষ্টা চলছে। স্কুলছাত্রীর লাশ দিরাই থানায় থানায় আছে। কাল সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here