ফাইল ছবি

 

সংবাদ রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা শেষে রং তুলির আঁচড়ে বর্ণিল রূপ ধারণ করেছে মহান এই স্থাপনাটি। ইটের দেয়াল থেকে শুরু করে বাগানের ঘাসকেও সাজানো হয়েছে পরিপাটি রূপ দিয়ে। ফুলে ফুলে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে গোটা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।
রাত শেষে ভোরে বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের রাষ্ট্রীয় সম্মান জানাতে শহীদ মিনারের সমবেত হবেন বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ সবস্তরের জনসাধারণ।
শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে এবার জঙ্গি হামলার আশংকাকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে স্থানীয় পুলিশ। সকল প্রকার নাশকতা এড়াতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থাকবে নিরাপত্তার চাদরে। সিসি টিভি ক্যামেরা দিয়েও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

1 COMMENT

  1. … [Trackback]

    […] Here you will find 61036 more Info to that Topic: dailyshongbad.com/2017/12/15/শহীদদের-শ্রদ্ধা-জানাতে-প/ […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here