সংবাদ ডেস্ক :: আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, ২০১৫ সালের ২৩ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় ইউনাইটেড এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালককে কোম্পানির আর্থিক সংকট উত্তরণে বিদেশি বিনিয়োগের মাধ্যমে মূলধন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়া হয়। তবে কোম্পানিটি মূল্য সংবেদশীল তথ্য হিসেবে তা প্রকাশ করেনি।

এর মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৩ এর উপ-বিধি (১) এবং কমিশনের আদেশ ভঙ্গ করেছে।
এ জন্য বিএসইসি বৃহস্পতিবারের কমিশন সভায় ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here