সংবাদ ডেস্ক :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফরম ফিলআপের সময় নেয়া বোর্ড নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে ফের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছে বাড়তি ফিয়ের টাকা ফেরত দেয়ার আদেশ দেয়া হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সম্পূরক আদেশ দেন।
এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও ঢাকা শিক্ষা বোর্ডের কৌঁসুলি মিজানুর রহমান শুনানি করেন।
আদেশ শেষে আইনজীবী মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, একই সঙ্গে আদালত বলেছেন, বর্ধিত ফির কারণে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রাখা যাবে না। পাশাপাশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি না নিতে পারে, তার জন্য প্রত্যেক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিতে হবে।
এ ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীকে বর্ধিত ফির টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডি স্থগিত করারও নির্দেশেনা দেয়া হয়েছে আজকের (১৩ ডিসেম্বর) আদেশে।
আইনজীবী জানান, ২০১৪ সালের শেষ দিকে আদালত জনস্বার্থে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফরম ফিলআপের সময় নেয়া অতিরিক্ত টাকা কেন ফিরিয়ে দেয়া হবে না মর্মে রুল জারি করেন।
২০১৫ সালের ৬ জানুয়ারি রুলের ওপর শুনানি শেষে আদালত অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান যাতে অতিরিক্ত টাকা না নেয়, সে ব্যাপারে প্রতিটি শিক্ষা বোর্ডকে নির্দেশনা জারি করতে বলেন।
আইনজীবী মিজানুর রহমান আরো জানান, আদালতের আদেশের পর শিক্ষা বোর্ড এই নির্দেশ জারি করে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু এরপরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নিচ্ছে মর্মে আদালতকে অবহিত করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে ফের এই সম্পূরক আদেশ দেন।
… [Trackback]
[…] Find More to that Topic: dailyshongbad.com/2017/12/13/এসএসসি-এইচএসসির-বর্ধিত-ফ/ […]
… [Trackback]
[…] Here you can find 96762 additional Information to that Topic: dailyshongbad.com/2017/12/13/এসএসসি-এইচএসসির-বর্ধিত-ফ/ […]