সংবাদ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি আজ সোমবার(১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। আজ ১১ডিসেম্বর ও ১২ ডিসেম্বর বি ইউনিট, ১৩ ডিসেম্বর এ ইউনিটের এবং ১৭ ডিসেম্বর রবিবার সকাল ৯টা থেকে বাণিজ্যের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।সহযোগী অধ্যাপক মহিবুল আলম জানান, সোমবার সকাল ৯টা থেকে মেধা তালিকা অনুযায়ী বি ইউনিটের (গ্রুপ-১) ১ থেকে ৬০০ পর্যন্ত, ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে একই ইউনিটের মেধা তালিকা ৬০১ থেকে ১১২৩ পর্যন্ত এবং একইদিন দুপুর ২ টা থেকে গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে। ওইদিন বিকাল ৩টায় বি ইউনিটে কোটায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

এদিকে ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় এ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১ থেকে ২১৭ ও ১১টায় মানবিকের মেধা তালিকায় ১ থেকে ৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ৯টা থেকে বাণিজ্যের মেধা তালিকার ১-৮৩ শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে এ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here