গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ৬ দিন থেকে এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আবু তায়্যিব মো. সাঈম (২৭) গত সোমবার (৪ডিসেম্বর) বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরে আসেনি। তিনি ইউনিভার্সিটিতে এমবিএ ১ম বর্ষের ছাত্র। এ ব্যাপারে ৯ ডিসেম্বর নিখোঁজ সাঈমের মা শাহানা আক্তার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৪৭৯) করেন।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ২৩/সি ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার মাওলানা আলতাফ হোসেনের পুত্র
আবু তায়্যিব মো. সাঈম (২৭) সিলেটের তার এক বন্ধুর বাড়ীতে বেড়াতে যাবে বলে বের হয়। ঐদিন রাতে সে তার মাকে ফোন দিয়ে রাতে আসবে না বলে জানায়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত ফোন (০১৭১২-৯৩০৫৬৮) বন্ধ রয়েছে।
নিখোঁজ সাঈমের মামা মো. মাসুদ আহমদ জানান, আবু তায়্যিব মো. সাঈম সিলেট লিডিং ইউনিভার্সিটিতে এমবিএ ১ম বর্ষের ছাত্র। বিগত ৬ দিন থেকে তার কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজন-সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজির পর তার কোন সন্ধান না পেয়ে মা শাহানা আক্তার গত শনিবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাছের জানান, নিখোঁজ সাঈমের মা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। আমরা বিভিন্ন ভাবে তার সন্ধানে কাজ করে যাচ্ছি। ইতি মধ্যে আমরা প্রতি থানায় মেসেজ পাঠিয়েছি। তাকে উদ্ধারে গুরুত্বের সাথে আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here