গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জাতীয় যুব সংহতি পৌর শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত হোটেলে সভা অনুষ্ঠিত হয়। পৌর শাখার সভাপতি জমির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদের পরিচালনায় আয়োজিত সভায় অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর শাখার সদস্য সচিব আব্দুর রউফ, সাবেক নেতা জহির উদ্দিন।
উপস্থিত ছিলেণ রুজেল আহমদ, যুগ্ম আহবায়ক জাহেদুর রহমান জাহেদ, বাবলু মিয়া, জাহাদ আহমদ, নাছির আহমদ, জুয়েল আহমদ, মিলাদ আহমদ, লিমন আহমদ, দুলাল আহমদ, সুহেদ আহমদ, মুমিন আহমদ, আব্দুল মালিক, মনির উদ্দিন, নিজাম আহমদ, তাজুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্ত ও তার স্বপ্ন বাস্তবায়নে যুব সংহতির সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।