গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগ গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ চৌমুহনী বাস টার্মিনালে সিলেট বিভাগ গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম পাখি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট মাও. মো. আব্দুর রকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খছরু, সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর ফজলুল আলম ফজলু, নিরাপদ সড়ক চাই নিসচা’র গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুর রহীম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ, গণদাবী পরিষদ নেতা রিয়াজ উদ্দিন, গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাহিত্যিক আবু উসমান প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেল্পিং জোন এন্ড বøাড ফাউন্ডেশনের সভাপতি জয় রায় হিমেল, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এম এন আই রুমেল প্রমুখ।
জনসভায় বক্তারা সিলেট-জকিগঞ্জ, সুতারকান্দি সড়ক সংস্কার ও চারলেনে উন্নতিকরন, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের সংস্কার-সহ দুইলেনে উন্নতীকরন, গোলাপগঞ্জ আমুড়া ভায়া বিয়ানীবাজার সড়ক প্রসস্থকরন, ঢাকাদক্ষিন-ভাদেশ্ব গোলাপগঞ্জে শতভাগ গ্যাস সংযোগসহ অগ্রাধীকার ভিত্তিতে স্থানীয় যুবকদের তেল-গ্যাস কূপগুলোতে চাকুরী প্রদান, গোলাপগঞ্জ মডেল থানায় স্টাফ কোয়াটার নির্মানসহ থানার পর্যাপ্ত পিকআপ ভ্যানের ব্যবস্থা করনের জোর দাবী জানান।
… [Trackback]
[…] Find More Info here on that Topic: dailyshongbad.com/2017/12/11/গোলাপগঞ্জে-গণদাবী-পরিষদ/ […]
jazz for sleep