গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবসের র‌্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা সভা কক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আভিজিৎ কুমার পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনাম আহমদ চৌধুরী, ২০১৬ সালের জয়িতা তাহেরা সিরাজ, জয়িতা কুলসুমা বেগম, সমাজ সেবা অফিসার তানজিলা তাসনিম, সমবায় অফিসার জামাল মিঞা, জেলা পরিষদ সদস্য হাসিনা বেগম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী, ২০১৫ সালের জয়িতা কল্পনা রাণী দেব, ২০১৬ সালের জয়িতা দিপ্তী রাণী নাথ, ২০১৫ সালের জয়িতা শাহরীণ বেগম । সভা শেষে অতিথিগণ গোলাপগঞ্জ উপজেলায় ২০১৭ সালের জয়িতা হিসেবে নির্বাচিত জেলা পরিষদ মহিলা সদস্য হাসিনা বেগম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here