গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় অফিস, সমাজসেবা অফিস, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুব উন্নয়ন অফিস, রণকেলী গার্লস হাই স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনায় মিলিত হয়। উপজলা নির্বাহী আফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় অফিসার জামাল মিঞার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনাম আহমদ চৌধূরী, সহ-সভাপতি তাহেরা সিরাজ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) দেলোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। সকলে মিলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে। দূনীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, সমাজ সেবা অফিসার তানজিলা তাসনিম, মহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী, শিক্ষক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, সাংবাদিক গোলাম দস্তগীর খাঁন ছামিন, বিজয়ের কন্ঠ গোলাপগঞ্জ প্রতিনিধি সুলতান আবু নাসের প্রমুখ।
… [Trackback]
[…] Read More here on that Topic: dailyshongbad.com/2017/12/09/গোলাপগঞ্জে-দুর্নীতি-বির/ […]