স্পোর্টস ডেস্ক :: দলের সব ব্যাটসম্যান যখন একে একে বিদায় নিচ্ছিলেন, তখনও একপাশে আগলে লড়াই করে গেছেন তামিম ইকবাল। কিন্তু থামতে হয়েছিল ৩১ রানেই। এটিই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের সর্বোচ্চ রান।

তামিমের এই রানের ওপর ভর করে র্কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৮ ওভারে ৯৬ রানে থামে। ফলে ৯৫ রানের বিশাল ব্যবধানে কুমিল্লাকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে গেল ঢাকা ডাইনামাইটস।

 

১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে লিটনকে ফেরায় মোসাদ্দেক। এরপর কুমিল্লার ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকেন।

কুমিল্লার ইনিংসে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে হাসান আলির ব্যাট থেকে। ১৬ বলে তিনি ১৮ রান করেন। আর মেহেদী হাসান করেন ১৪ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

তামিম ২৮ বল খেলে ৩১ রান করেন। যাতে ছিল তিনটি বাউণ্ডারি ও একটি ওভার বাউণ্ডারি।

ঢাকার হয়ে শহিদ আফ্রিদি একাই তিনটি উইকেট নেন। মোসাদ্দেক ও সাকিব ২টি করে উইকেট নেন। আর আবু হায়দার রনি এবং সুনীল নারিন করে একটি উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন।

 

3 COMMENTS

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: dailyshongbad.com/2017/12/08/কুমিল্লাকে-গুঁড়িয়ে-দিয়ে/ […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here