গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে একটি ভবণের দুতলায় প্লাস্টিক সামগ্রীর শোরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকান্ডে ৫/৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। মঙ্গলবার(৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯ টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারের একটি ভবনের দুইতলায় আরএফএল প্লাস্টিকের শোরুমে হঠাৎ আগুন লাগে। প্রথমে তারা নিজের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সিলেট আলমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে আগুন লাগার ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় সিলেট-জকিগঞ্জ সড়কে গাড়ি চলাচল প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে। এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনিচার্য একেএম ফজলুল হক শিবলী সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here