সংবাদ ডেস্ক :: ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৬০) নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মারুফ জামানের মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
.
ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ পরিবর্তন ডটকমকে জিডির কথা জানিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘সোমবার রাতে মেয়েকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনতে যান মারুফ জামান। কিন্তু, এরপর থেকে আর তিনি বাসায় ফেরেননি।’
বাবার নিখোঁজের বিষয়ে তার মেয়ে সামিহা জামান জিডি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মারুফ জামানের সন্ধান করছে বলেও জানান ওসি।
মারুফ জামান ৬ ডিসেম্বর ২০০৮ থেকে ১৫ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
… [Trackback]
[…] Here you can find 4152 additional Info to that Topic: dailyshongbad.com/2017/12/06/সাবেক-রাষ্ট্রদূত-মারুফ-জ/ […]