গোলাপগঞ্জ থেকে জাহেদুর রহমান জাহেদ :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দলে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দলের মধ্যে কোন বিরোধ থাকা চলবেনা। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।। মঙ্গলবার গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় কুশিয়ারা ডিগ্রি কলেজ প্রাঙ্গঁনে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদির। জামিল আহমদ কেরলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবা উদ্দিন, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ, জেলা যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টর বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলী, জামাল আহমদ, সুহেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা মারজান আহমদ রিপন, যাবেদ আহমদ । এর আগে তিনি কুশিয়ারা ডিগ্রি কলেজের নতুন একাডেমীক ভবন উদ্বোধন করেন। পরে শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক কর্মী সভায় যোগ দেন। ইউয়িন কমপ্লেক্স মাঠে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা প্রমুখ।
… [Trackback]
[…] Find More on on that Topic: dailyshongbad.com/2017/12/06/গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে-য/ […]