সংবাদ ডেস্ক :: মাসখানেক আগে গুজব উঠে শাকিব খান-অপু বিশ্বাসের ডিভোর্স হতে যাচ্ছে। ওই সময় দুই তারকা অস্পষ্ট মন্তব্য করেছেন। এবার একাধিক সূত্র জানাচ্ছে, শাকিব খান ডিভোর্স লেটার পাঠিয়েছেন অপু বিশ্বাসকে। দুজনের ঘনিষ্ঠ সূত্র জানায়, শাকিব খান আইনজীবীর মাধ্যমে তিনদিন আগে অপুর নিকেতনের বাসায় তালাকনামা পাঠিয়েছেন। তবে এ বিষয়ে অপুর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অন্যদিকে শাকিব খান বর্তমানে শুটিংয়ে ভারত রয়েছেন।
শাকিব ও অপু বিয়ের খবর নয় বছর ধরে গোপন রেখেছিলেন। এরপর চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু।
তিনি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের।
এ খবর প্রকাশের পর থেকেই শাকিবের সঙ্গে অপুর মান-অভিমান চলছেই। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এখন ছেলেকে নিয়ে রাজধানীর নিকেতনের বাসায় অপু তার পরিবারের সঙ্গে শাকিবকে ছাড়াই আছেন।
এদিকে ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের প্রথম জন্মদিন। জন্মদিনের দাওয়াতপত্রে অপু বিশ্বাস ও জয়ের ছবি থাকলেও শাকিব খানের কোন ছবি ছিল না। তখনও দুই তারকার টানাপোড়নের বিষয়টি আলোচনায় আসে।
পুত্রের জন্মদিনের অনুষ্ঠানেও যাননি শাকিব! যদিও তিনি ছেলের সঙ্গে দিনের বড় একটি অংশ কাটিয়েছেন। এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন দিনকে দিন বাড়ছিল।
অপু ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই জুটি ৭০টির মতো ছবিতে অভিনয় করেন।
… [Trackback]
[…] Find More on to that Topic: dailyshongbad.com/2017/12/04/অপুকে-ডিভোর্স-লেটার-পাঠা/ […]