সংবাদ ডেস্ক :: ছোট্ট লক্ষ্যটা হাসতে-খেলতে পার করলো সিলেট সিক্সার্স। কোনো উইকেট না হারিয়ে সহজ জয় পেলো নাসিররা। উদ্বোধনী জুটিতেই শুরু ম্যাচ, শেষও করলো তারা। ৬৮ রানের ছোট্ট ইনিংসটি ভাগাভাগি করে নিলেন অ্যান্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ রিজওয়ান। ছয় বাউন্ডারিতে ৩৬ রান করেছেন রিজওয়ান। আর চার বাউন্ডারি ও এক ছক্কায় ৩২ রান সংগ্রহ করেন ফ্লেচার ।
এর আগে বল হাতে দুর্দান্ত খেলেছেন নাসির। তার বিধ্বংসী বোলিংয়েই এক ঘণ্টায় গুঁটিয়ে গেছে চিটাগং ভাইকিংস। একাই শিকার করেছেন পাঁচটি উইকেট।
চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন ইরফান সুক্কুর।
সিলেটের এই বড় জয়ে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রইলো। ৯ পয়েন্ট নিয়ে তারা এখন রংপুরের পেছনে পঞ্চম স্থানে। তবে সন্ধ্যায় খুলনার বিপক্ষে রংপুর জিতে গেলে সব আশা শেষ হয়ে যাবে নাসিরদের।
উদ্দীপ্ত নাসিরদের কাছে লজ্জায় ডুবল চিটাগং
মাত্র ৬৭ রানেই অলআউট! বিপিএলের সর্বিনম্ন স্কোর গড়লো চিটাগং ভাইকিংস। উদ্দীপ্ত নাসিরদের কাছে লজ্জায় ডুবল চিটাগং। আট ওভার বাকি থাকতেই গুঁটিয়ে গেলো তারা।
সর্বোচ্চ পাঁচটি উইকেট তুলে একাই ভাইকিংসদের ধসিয়ে দিয়েছে সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। বাকি পাঁচটির তিনটি নাবিল সামাদ ও দুটি শরিফুল্লাহ।
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজেদের এগারতম ম্যাচে টস জিতে বোলিং করতে নামে সিলেট। এক ঘণ্টায়ই খেলা শেষ হয়ে যায় চিটাগংয়ের।
ওয়াকারের পরিকল্পনায় বিধ্বস্ত চিটাগং
চিটাগংকে মাত্র ১২ ওভারে অল আউট করে দিয়েছে সিলেট। রোববার মিরপুরে বিপিএলে রোববারের ম্যাচে চিটাগংয়ের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের রান সংগ্রহ করতে সক্ষম হয়। মাত্র ৬৭ রানে অল আউট হয়ে যায় চিটাগং। এমন দুর্দশা কেন দলটির?
ইনিংস বিরতিতে সিলেটের কোচ পাকিস্তানি তারকা ওয়াকার ইউনিস ব্যাখ্যা দিলেন। তিনি জানালেন, ‘আমরা একটা পরিকল্পনা করেছিলাম। সেটা দারুণভাবে কাজ করেছে। আমরা আমরা করছি টুর্নামেন্টে ভালো করব। নাসিরকে প্রথমে ব্যবহার করার কারণ হলো পিচ। পিটে স্পিন ছিল, গ্রিপ ছিল। আর নাসির অভিজ্ঞ। তার সাথে ছিল অন্য স্পিনাররা। তারা একটুও শিথিলতা দেখায়নি। আর এ ধরনের ক্রিকেটে উইকেট নিতে পারলে প্রতিপক্ষের আর কিছুই করার থাকে না।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here