সংবাদ ডেস্ক :: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে ইউরোপিয় ইউনিয়ন সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বিক্ষোভের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘বাংলাদেশি কমিউনিটি ইন ইউরোপ’।
বিক্ষোভে বাংলাদেশিরা রোহিঙ্গাদের উপর চলমান গণহত্যা বন্ধ, তাদেরকে দ্রুত ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দেওয়াসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান।
এসময় রোহিঙ্গা নির্যাতনের নানা চিত্র ও দাবি সম্বলিত ব্যানার আর ফেস্টুন বহন করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইইউ পার্লামেন্টের সদস্য আমজাদ বশির।
আরও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, আবু আমানুল্লাহ, একেএম আবু তাহের চৌধুরি, আবদুল কাদের সালেহ ও আশিক আলী।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশি ছাড়াও ইরান, সিরিয়া, মরক্কো, তুরস্ক, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের প্রায় পাঁচশ’ নাগরিক অংশ নেন।
… [Trackback]
[…] Read More here on that Topic: dailyshongbad.com/2017/12/01/রোহিঙ্গা-নির্যাতন-বন্ধে/ […]
… [Trackback]
[…] Find More on on that Topic: dailyshongbad.com/2017/12/01/রোহিঙ্গা-নির্যাতন-বন্ধে/ […]