সংবাদ ডেস্কঃ  আজ শুক্রবার থেকে বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ছেচল্লিশ বছর আগে ১৯৭১ সালের এমাসেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ত্রিশ লাখ শহীদের জীবনোৎসর্গ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ শুরু করে তার পথচলা।

মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এর সভাপতিত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মো:শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান ,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান,জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন,সদর উপচজলা চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল,মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্বা,স্কাউটবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here