সংবাদ ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, একজন সজ্জন মানুষ হিসাবে মেয়র আনিসুল হকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনিসুল হক তাঁর জীবদ্দশায় নানামুখী কর্মকান্ডে যুক্ত রেখে নিজেকে তৈরী করেছেন মানুষের সেবক হিসেবে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী আনিসুল হকের মৃত্যু দেশবাসীর অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবার নয় বলে উল্লেখ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here