বিনোদন ডেস্ক :: তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম ছবি হালদা মুক্তি পাচ্ছেন আগামীকাল শুক্রবার। বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সারাদেশের ৮৯ সিনেমা হলে। যার পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। ছবিটি হলে গিয়ে দেখার জন্য দর্শক মুখিয়ে রয়েছেন। পাশাপাশি শোবিজের তারকাও হালদা ছবির মুক্তি উপলক্ষে শুভকামনা জানাচ্ছেন।

বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এখন ‘হালদা’ময়। চোখে পড়ছে চলচ্চিত্রবান্ধব ফেসবুক গ্রুপগুলোও। সবখানেই হালদার জয়জয়কার। এমন ছবি মুক্তির আগে এমনটা খুব বেশি দেখা যায়না। সকলের প্রত্যাশা, হালদা মুক্তির পর দর্শকদের প্রত্যশা পূরণ করবে।

হালদা মুক্তিতে শুভকামনা জানিয়েছেন আয়নাবাজি ছবির নির্মাতা অমিতাভ রেজা। হালদা ছবির পোস্টার ফেসবুকে পোস্ট করে আজ বিকেলে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অল দ্য বেস্ট তৌকীর ভাই।’ ছোটপর্দার নাট্য পরিচালক শাহারিয়ার শাকিল তার ফেসবুকে হালদার পোস্টার শেয়তার করে লিখেছেন, ‘অনেক অনেক শুভ কামনা তৌকীর ভাই ও তার হালদার জন্য।’

জিরো ডিগ্রী ও ভয়ঙ্কর সুন্দর নামের দুই পরিচালক অনিমেষ আইচ। তিনি হালদার পোস্টার পোস্ট করে তার নিজস্ব ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা হালদা। সিনেমা মুক্তি পাচ্ছে তৌকির ভাইয়ের, আর টেনশনে সকাল পাঁচটার ঘুম ভাঙ্গে আমার। ইদানীং আমার এই দশা হয়েছে, ভালো কোনো সিনেমা মুক্তি পেলে ভারী টেনশন হয়। সিনেমাটা দর্শক গ্রহণ করবে তো? অপ-প্রচারকারীরা যেন সিনেমার গায়ে একটা আঁচড়ও না দিতে পারে। সন্ধ্যায় হালদার প্রিমিয়ার শো দেখতে যাবো, আমি নিশ্চিত তৌকীর ভাই বিশেষ চমক নিয়ে অপেক্ষা করছেন।’

তৌকীর আহমেদকে ইঙ্গিত দিয়ে নির্মাতা অনিমেষ সবশেষে লিখেছেন, ‘বয়স বাড়ার সাথে সাথে অভিনয় শিল্পীরা বয়স্ক হয়ে নায়ক-নায়িকা পদ থেকে অবসর নেন আর পরিচালকের যতই বয়স বাড়ে ততই সে পরিণত হতে থাকেন।’

দাপুটে অভিনেতা শতাব্দী ওয়াদুদ হালদার শুভকামনা জানিয়েছে লিখেছেন, ‘বহুল প্রতিক্ষীত সিনেমা হালদা মুক্তি পাচ্ছে আগামিকাল ১ ডিসেম্বর। পরিচালক তৌকীর আহমেদসহ ‘হালদা’ সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অনেক অনেক শুভকামনা। চলুন কাল থেকে সবাই হলে গিয়ে ‘হালদা’ সিনেমাটি দেখি। জয় হোক ‘হালদা’র। জয় হোক বাংলাদেশি সিনেমার।’

কলকাতায় বসে ‘হালদা’কে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এছাড়া নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদোস, অভিনেতা শবনম ফারিয়া চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান, অভিনেত্রী রুনা খান, কণ্ঠশিল্পী পিন্টু ঘোষসহ অসংখ্য শিল্পী, নির্মাতারা নিজেদের ফেসবুকে হালদার পোস্টার পোস্ট করে ক্যাপশনে শুভকামনা জানিয়েছেন।

হালদা ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here