সংবাদ ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক সাহেলকে প্রধান করে ১১ জনের নামোল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) মধ্যরাতে মামলাটি (নং-২৬(১১)’১৭) দায়ের করেন নিহত আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন।
সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি মঙ্গলবার (২৮ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনার পর আটক পলাতক সাহেলের ভাই পাবেল ও আজাদকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গত শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের বিয়ানীবাজারে প্রকাশ্যে আনোয়ার হোসেন (২৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত আনোয়ার হোসেন উপজেলার সুপাতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের ছোট ভাই। নিহত আনোয়ার পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। পাশাপাশি ব্যবসা করতে