স্পোর্টস ডেস্ক :: বিপিএলে কাল চিটাগং ভাইকিংসের বিপক্ষেও ব্যাটিংয়ে ঝড় তুললেন এভিন লুইস। মাত্র ৩১ বলে ৭৫ রানের এক বিস্ফোরক হাফসেঞ্চুরি করেছেন ঢাকা ডায়নামাইটসের এই ব্যাটসম্যান।
যেটি তিনি সাজিয়েছেন ৯টি ছক্কার সঙ্গে ৩টি বাউন্ডারিতে। লুইসের এই টর্নেডো ব্যাটিংয়েই চিটাগংয়ের দেওয়া ১৮৭ রানের কঠিন লক্ষ্যও সহজে পেরিয়ে গেছে সাকিব আল হাসানের দল। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও স্বভাবত জেতেন লুইসই।
… [Trackback]
[…] Information to that Topic: dailyshongbad.com/2017/11/28/বিপিএল-এ-লুইস-ঝড়/ […]