সংবাদ ডেস্ক :: সিলেটের আদালত পাড়ায় নিরাপত্তা নিশ্চিত ও সার্বক্ষণিক তদারকির জন্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। সোমবার আদালত পাড়ার বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এসব সিসি ক্যামেরা স্থাপনে অর্থায়ন করে সিসিক।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, ‘সিলেটের উন্নয়নে বিগত সময় প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান যেভাবে কাজ করে গেছেন, তিনি সেভাবেই উন্নয়ন কাজ পরিচালনা করছেন। এক্ষেত্রে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও তাকে অনেক সহযোগিতা করছেন।’

এসময় তিনি পর্যায়ক্রমে পুরো আদালত এলাকায় ফ্রি-ওয়াইফাইয়ের আওতায় আনারও ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট ফারুক চৌধুরী, এডভোকেট ফখরুদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-০২ এডভোকেট জেবুন নাহার সেলিম, যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট মোহাম্মদ আকমল খান উপস্থিত ছিলেন।

এছাড়াও সমিতি সহ সম্পাদক এডভোকেট কাকলী বেগম, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ এজাজ উদ্দিন, সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সেলিম মিয়া, লাইব্রেরী সম্পাদক এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট নোমান মহমুদ, এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট দিনা ইয়াসমিন, এডভোকেট আক্তার উদ্দিন আহমদ টিটু, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট কিশোর কুমার কর, এডভোকেট আব্দুল মুতলিব চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট কয়ছর আহমদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, এডভোকেট এ.বি.এম. বাহারুল ইসলাম চৌধুরী, এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট জোবায়ের বখত জুবের সহ তিনশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সমিতির সিনিয়র সদস্য জনাব এডভোকেট রফিক উদ্দিন আহমদ মজুমদার।

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here