সংবাদ ডেস্ক :: প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও বাংলাদেশের মার্চেন্ট ব্যাংক রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এর মধ্যে সফলভাবে ইসিএ চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তির অধীনে, সাকমিসহ ইতালির বৃহৎ যন্ত্রপাতি রফতানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে সহজেই মূলধনী যন্ত্রপাতি ক্রয় করতে পারছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড। এতে ইতালির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি সাচে’র কাছ থেকে হবিগঞ্জ এগ্রো’র জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সহায়তা করছে রিভারস্টোন ক্যাপিটাল।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী বলেন, ‘আমাদের জন্য এ ধরনের লেনদেন একটি মাইলফলক।’ ভবিষ্যতে রিভারস্টোন প্রাণ-আরএফএল গ্রুপকে আরও বেশি সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এর সিইও আশরাফ আহমেদ বলেন, ‘অর্থায়নের এ বিকল্প মাধ্যমের ফলে দেশে ও বিশ্বের বাজারে প্রাণ-আরএফএল গ্রুপের ক্রমবর্ধমাণ প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করবে।’

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপক (কর্পোরেট ফাইন্যান্স) ফখরুল আহসান, রিভারস্টোন ক্যাপিটাল এর হেড অব অর্গানাইজেশন সৈয়দ সাদিক রেজা, সহযোগী পরিচালক সৈয়দ বখতিয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here