সংবাদ ডেস্ক :: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের দি আট্রিয়াম লন্ডন ভ্যানুতে অনুষ্ঠিত হয়েছে। নির্বচনে আলতাফ হোসেন বাইছ(বুধবারীবাজার) সভাপতি ও মোস্তাফিজুর চৌধুরী রুহুল(লক্ষিপাশা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জবরুল ইসলাম লনি(বুধবারীবাজার)। নির্বাচনে আলতাফ-রুহুল-জবরুল প্যানেল পেয়েছে ৫৫০ ভোট। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী আশরাফ-এনাম-সেলিম প্যানেল পেয়েছে ৪৭০ ভোট।
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির আলতাফ- মোস্তাফিজুর- জবরুল প্যানেলের অপর নেতৃবৃন্দরা হলেন, ভাইস প্রেসিডেন্ট মাইজ উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট হারুন মিয়া,ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ফখর উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট মো দেলওয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাছির, জয়েন্ট ট্রেজারার এনাম উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জামিল আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মো: শামীম আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম নুরু, ফরিদা পারভীন নুরু, সিদ্দিকুর রহমান, মনজুর আহমদ শাহনাজ, মো শাহআলম কাশেম, জয়নাল আবেদিন জয়নুল এবং মো সাইফুল আলম।