বিদেশ ডেস্ক :: ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির নিকটবর্তী আগ্নেয়গিরি ‘মাউন্ট অং’ এ অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ছাই ছড়িয়ে পড়েছে। এ কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বালির প্রধান পর্যটনকেন্দ্র কুতা ও সেমিনিয়াক থেকে ৭০ কিলোমিটার দূরে আগ্নেয়গিরিটির অবস্থান। এখানে কয়েকদিন ধরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশে প্রায় চার হাজার মিটার উচু পর্যন্ত ছাইয়ের মেঘ জমেছে। তাই বিমান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

রেড অ্যালোর্টের অর্থ সেখানে যেকোনও সময় অগ্নুৎপাত দেখা দেবে। এর মধ্যে ওই এলাকার মানুষের মধ্যে মাস্ক বিতরণ শুরু করেছে কর্তৃপক্ষ। দ্বীপটির প্রধান বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ে প্লেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইটের অবস্থা জানতে পর্যটকদের তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য পরিচালক জানান, মাতারামের লোমবক শহরে আগ্নেয়গিরির ছাই পড়তে শুরু করছে। অং পবর্তের বিপদশঙ্কুল এলাকা ছাড়া বালির পর্যটকরা এখনও নিরাপদে রয়েছে। আগ্নেয়গিরির সাড়ে সাত কিলোমিটারের মধ্যকার বাসিন্দাদের নির্দেশমতো শান্তভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এবার এখন পর্যন্ত ২৫ হাজার বাসিন্দা তাদের বাসস্থান ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এ বছরে শুরুতে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলে।

ইন্দোনেশিয়ায় ১৩০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ১৯৬৩ সালে মাউন্ট অং-এর অগ্ন্যুৎপাতে এক হাজারের বেশি মানুষ মারা যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here