স্পোর্টস ডেস্ক :: ১ বলে প্রয়োজন ছিল ৩ রান, অপর প্রান্তে বেটিং ছিলেন থিসারা পেরেরা অবশেষে পেরেরার ৬ই অর্জিত হলো চট্টগ্রামের রংপুরের জয়।

তাসকিনের করা ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে জেতান লঙ্কান তারকা থিসারা পেরেরা। চলমান আসরের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এবং স্বাগতিক চিটাগং ভাইকিংস। তাসকিন-বিজয়-সৌম্য সরকারদের চিটাগংকে ৩ উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে গেইল-ম্যাককালাম-পেরেরাদের রংপুর।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি ম্যাশ। ব্যাট করতে নামা ভাইকিংসরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। জবাবে, মাশরাফির ঝড়ো ইনিংস আর গেইল-মিঠুনের দায়িত্বশীল ইনিংসে ৭ উইকেট হারিয়ে রংপুর জয়ের বন্দরে পৌঁছে।

শনিবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামে দুই দল। তলানির শেষ দল হিসেবে নামে চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রইলো তাসকিন-সৌম্য সরকারের ভাইকিংস। আর গেইল-ম্যাককালামদের রংপুর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠলো।

ব্যাটিংয়ে নেমে ভাইকিংস দলপতি ও ওপেনার লুক রঞ্চি ৫ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১১ রান। আরেক ওপেনার সৌম্য সরকার ২৬ বলে দুটি চার এবং দুটি ছক্কায় করেন ৩০ রান। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় আবারো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যক্তিগত ৭ রান করে সাজঘরের পথ ধরেন।

ভ্যান জিল আর আগের ম্যাচে ৯৫ রান করা সিকান্দার রাজা এরপর স্বাগতিকদের টানতে থাকেন। রাজা ১৯ বলে ২২ রান করে ফিরলেও ৪০ বলে তিনটি চার আর চারটি ছক্কায় ভ্যান জিল করেন ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। শেষ দিকে লুইস রিসি ১ রান করেন। আর নাজিবুল্লাহ জাদরান ১৬ বলে দুটি চার ও একটি ছক্কায় করেন ২৫ রান।

রংপুরের পেসার রুবেল হোসেন ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। থিসারা পেরেরা ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। নাহিদুল ইসলাম ১ ওভারে ৪ রান দিয়ে নেন ১ উইকেট। মাশরাফি ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। সোহাগ গাজী ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। লাসিথ মালিঙ্গা ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here