অনলাইন ডেস্ক :: জন্মগত ভাবে হাত পা ছাড়া জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের শিশু ক্যামডেনের। ৪ বছর বয়সী শিশুটি বাবার উৎসাহে হাটার চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
শিশুটির মা ক্যাটি হুইডন ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় শিশুটির বাবা গ্রিন তাকে ডাকছে, বাবা আমি এখানেই আছি তুমি পড়ে যাবে না, আমি কথা দিচ্ছি।
শিশু ক্যামডেন বাবার প্রতিশ্রুতি পেয়ে সে বাবার দিকে যাওয়া শুরু করে, সে বলে, বাবা আমি তোমার কাছে আসছি, আমি হাঁটছি!
ক্যাটি হুইডন বলেন, আমি যখন ১৮ সপ্তাহের গর্ভবতী তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পারি ক্যামডেনের হাত পা নেই। তার যখন জন্ম হল তখন দেখা গেল তার অ্যামেলিয়া ফোকোমেলিয়া রোগ হয়েছে।
ক্যাটি ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশন দেন, বাবার কিছু প্রশিক্ষণ ও অনুপ্রেরণায় ক্যামডেন অবশেষে হাঁটতে শিখেছে। আমি এটা দেখার পর শিশুর মত কেঁদেছি। আমি এই মুহূর্তের জন্য গত ৪ বছর ধরে অপেক্ষা করছি। ক্যাটির আশা তার ছেলে বড় হয়ে মোটিভেশনাল স্পিকার হবে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here