সংবাদ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ১১ মামলার পলাতক আসামি কাওছার আহমদকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার ভোরে নলুয়ার হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দিরাই থানার টঙ্গর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সর্দার কাওছার আহমদকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, কাওছারের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, ৩ খুনসহ ১১টি মামলা রয়েছে।