সংবাদ ডেস্ক :: নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুররির ৫৭তম জন্মদিন। বৃহস্পতিবার দিনব্যাপি সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ৫৭ তম জন্মদিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আগামীর পথ চলায় নগরবাসীর সহযাত্রী হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র বলেন, আগামীতে নগরবাসী আমাকে মেয়র নির্বাচিত করলে প্রথমেই আমার কাজ হবে একটি আত্যাধুনিক নগরী গড়ে তোলার। আর এ কাজ করার জন্য মহান আল্লাহর দরবারে তার জন্য সবসময় দোওয়া ও সহযোগীতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।

নগর পিতা আরিফের জন্মদিন উপলক্ষ্যে বিকেলে নগর ভবনে কেক কেটে আনন্দ উল্লাস করেছেন সিলেটের নানা পেশার মানুষ। এসময় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, অনলাইনপ্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সাংবাদিক নাজমুল কবীর পাবেল, সজল ছত্রী, কবির আহমদ, প্রত্যুষ তালুকদার, গুলজার আহমদ, এসোনিকের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে সন্ধ্যায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সহ সিসিকের কর্মকর্তা কর্মচারিরা। এসময় মেয়র আরিফের দীর্ঘায়ু কামনা করেন তারা। রাতে মেয়রের কুমারপাড়াস্থ মেয়র হাউসে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানায় সিসিকের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা। এছাড়া মেয়রের ৫৭ তম জন্মদিনে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here