সংবাদ রিপোর্ট :: ২৩ নভেম্বর ২০১৭ইং (বৃহস্পতিবার) মুহিবুর রহমান একাডেমিতে ছাত্র-ছাত্রীদের স্ব-হস্তে তৈরি করা এক চারু ও কারুকলার প্রদর্শনী এবং ইয়ার এন্ডিং ক্লাশ পার্টি অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ মিনিটে প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। একাডেমির চারু ও কারুকলা গ্রুপ আয়োজিত বর্ণিল এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের পদচারণায় একাডেমি প্রাঙ্গন এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে মুহিবুর রহমান একাডেমি সেজেছিল নানান রং বেরঙের ফেস্টুন ও প্লেকার্ডে।
প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আব্দুল ওয়াহাব এডিসি (দক্ষিণ), এডিসি (মিডিয়া) এসএমপি সিলেট। পরিদর্শন বইতে ছাত্র-ছাত্রীদের সৃজনশীল কাজের ভূয়সী প্রসংসা করেন। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুহিবুর রহমান বুলবুল ছাত্র-ছাত্রীদের সাহসী প্রয়াসের ধারবাহিকতা অব্যহত রাখার অনুরোধ জানান। দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ বলেন, শিশুদের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা ছিটেফোটা মাত্র এখানে দেখতে পেলাম। এ ধারা যেন অব্যাহত থাকে। ইডেন গার্ডেন কলেজের অধ্যক্ষ, এ এন এম ইয়াহইয়া বলেন, মেধা ও মনন বিকাশে ক্ষুদ্রে শিক্ষার্থীদের আরো উৎসাহীত করা উচিৎ।
মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান ছাত্র-ছাত্রীদের সৃজনশীল কাজ দেখে অতন্ত খুশি হন এবং আবেগে আপ্লুত হয়ে ছাত্র-ছাত্রীদেরকে মেধা বিকাশে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমানের সহধর্মিনী সালমা খানম চৌধুরী।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলা বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। সিনিয়র শিক্ষক আব্দুস শহিদ চৌধুরী, সহকারী শিক্ষক আসাদুজ্জামান এবং সৈয়দা রুবিনা ফেরদৌস জেবিনসহ একাডেমির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here