সংবাদ ডেস্ক :: নদী দখল করে গড়ে তোলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান অন্য জায়গায় সরিয়ে নিতে তাদের জমি দেবে সরকার। এছাড়া দখল ঠেকাতে জরিপ চালিয়ে সারাদেশে নদীর সীমানা পিলার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত টাস্কফোর্স। নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে নদীর দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্সের ৩৬তম সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভা শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান- যেমন মসজিদ, মাদ্রাসা, মন্দির এমনকি একটি দরবার শরীফও নদীর মধ্যে জায়গা দখল করে প্রতিষ্ঠিত হয়েছে। সেইসব ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে আমাদের কর্মকর্তারা বসেছেন, আলোচনা করেছেন। এগুলো স্থানান্তরের জন্য জায়গা দরকার এ বিষয়ে সকলে একমত পোষণ করেছেন। আমরা যদি তাদের জায়গা দিতে পারি তাহলে তারা মসজিদ, মাদ্রাসা এবং মন্দির যেগুলো নদীর মধ্যে স্থাপন করেছে, সেগুলো স্থানান্তর করে নেবেন। জেলা পর্যায়ে নদী দখল করে স্থাপন করা ধর্মীয় প্রতিষ্ঠান সরাতে ওইসব প্রতিষ্ঠানকে সরকারী বা খাস জমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
… [Trackback]
[…] Here you can find 39760 additional Info on that Topic: dailyshongbad.com/2017/11/23/নদী-দখল-করে-বানানো-ধর্মীয়/ […]