সংবাদ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজ সিএনজি অটোরিক্সা চালক রুকন আহমদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বইটিকর এলাকা থেকে রুকন আহমদ নামের ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা রুকনকে হত্যা করে দুর্বৃত্তরা ওই এলাকায় লাশ ফেলে গেছে। নিহত রুকন আহমদ গোলাপগঞ্জ উপজেলার আমনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, সর্বশেষ গত মঙ্গলবার রাত ৯টায় রুকন আহমদকে গোলাপগঞ্জ বাজারে দেখতে পান স্থানীয় লোকজন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বইটিকর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোলাপগঞ্জ থানার সূত্রে জানা যায়, রুকন আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে খুন করে লাশ ফেলে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।