সংবাদ ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২২ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।
উক্ত ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী (ক) মেধা তালিকায় স্থান পায়নি, (খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, (গ) ভর্তি বাতিল করেছে, সেসব প্রার্থী দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
… [Trackback]
[…] There you will find 6172 more Information to that Topic: dailyshongbad.com/2017/11/21/জাতীয়-বিশ্ববিদ্যালয়ে-ভর্/ […]