জগন্নাথপুর সংবাদদাতা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিয়ালের কামড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে শিক্ষক. নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোবারক হোসেন এর সাথে আলাপ হলে তিনি জানান, শিয়ালের কামড়ে আহতদের রোববার রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গোরারগাঁও, সোপাগাঁও ও পাটলী ইউনিয়নের ইসলামপুর ও মোহাম্মদপুর গ্রামে শিয়ালের কামড়ে সাচায়ানি গ্রামের আবু বক্কর মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হক কাজল (৩০) ও কলকলিয়া ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা আমজর আলী (৪০), কানন দাশ (২০), রেবা বেগম (২৫), পূর্নিমা বেগম (৩৫), আজিদ উল্লা (৪৫), শীতেন্দ্র দাশ (৫৫), শিতা রাণী দাশ (৪৪), হেমাঙ্গীর (৪৮), সুজাদ মিয়া (২২), আব্দুল মালিক (৪৫), আসমা বেগম (২৫), পারুল বালা (৭০), জামাল মিয়া (২৫), কৃষ্ণা দাস (৩০), সুজিদা বেগম (২২) শিয়ালের কামড়ে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোবারক হোসেন বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে শিয়ালের কামড়ে ব্যাপক সংখ্যক লোকজন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
… [Trackback]
[…] There you will find 95710 more Information to that Topic: dailyshongbad.com/2017/11/20/জগন্নাথপুরে-শিয়ালের-কামড়/ […]