সংবাদ ডেস্ক :: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র শিল্পী অধ্যাপক ফখরুল ইসলামের মৃত্যুতে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন, চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের সভাপতি মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও সাধারণ সম্পাদক সিলেট ক্লাব লিমিটেডের সভাপতি এটিএম শোয়েব, এক্স স্টুডেন্টস ক্লাবের পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক ও আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক ।
এ ছাড়াও ফখরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক শুভ প্রতিদিন’র প্রধান সম্পাদক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার ও উপাধ্যক্ষ শাহেদ আহমদ, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন , বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি জমির উদ্দিন, দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান লিটন, কুলাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি ফখর উদ্দিন। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।