সংবাদ ডেস্ক :: বৃষ্টির কারণে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচটি নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই বাস্তবে রূপ নিল। বুধবার একটায় শুরু হওয়ার কথা ছিল দুই দলের ম্যাচটি। বৃষ্টির কারণে বেলা প্রায় সাড়ে তিনটার দিকে ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে সিলেট ও খুলনাকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

পয়েন্ট ভাগাভাগির ফলে সিলেট লাভবানই হলো। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে নাসির হোসেনের দল। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে খুলনা চার নম্বরেই রইল।

অবশ্য বুধবারই শীর্ষস্থান হারাতে পারে সিলেট। চিটাগং ভাইকিংসকে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে হারাতে পারলে ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনর্দখল করবে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে চিটাগং জিতলে শীর্ষেই থাকবে সিলেট।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here