সংবাদ ডেস্ক :: পরিবেশ বিধ্বংসী পাথর উত্তলন ও পাহাড় কাঁটা বন্ধের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে
রুখতে হবে পাথরখেকোদের লুটপাট। যথেষ্ট হয়েছে পাথর উত্তোলনের নামে প্রকৃতিবিনাশী অপকর্ম । আর নয়, রুখে দাঁড়াতেই হবে। প্রকৃতি ধংসের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে প্রায় অর্ধ-শতাধিক শ্রমিকের প্রাণহানী হয়েছে পাথর কোয়ারীতে। রাজনৈতিক শক্তির প্রত্যক্ষ মদদে প্রত্যেক এলাকায় গড়ে উঠছে লুটেরা গোষ্ঠীর । এরা দেশের আইন-কানুন কোন কিছুরতোয়াক্কা করছে না। এদের কাছে স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে অসহায়। নাগরিকদের মৌনতায় এদের বাড়বাড়ন্ত হয়েছে। এ অবস্থায় প্রয়োজন সম্মিলিত প্রতিবাদ।
এ প্রতিবাদ কর্মসুচিতে সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।