সংবাদ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ছুরিসহ আটক করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে সিএনজি চালিত অটোরিকশা থেকে ছুরিসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর শেখ পাড়ার মারুফ হোসেন (২৪) এবং রাজারগাওয়ের জাহাঙ্গীর আলম (২৮)। ঘটনার সময় উপস্থিত শাবিপ্রবির কর্মকর্তা সিরাজুল ইসলাম ওই দুইজনের কাছে ছুরি দেখতে পেয়েছেন বলে জানান।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আমরা টহল বৃদ্ধি করেছি। ছিনতাইকারী চক্রকে ধরার জন্য পুলিশের এ এ অভিযান অব্যহত থাকবে।

জানা যায়, গত এক মাসে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় আসার পথে অর্ধ-শতাধিক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়। পাশাপাশি অনেক কর্মকর্তা-কর্মচারীও ছিনতাইয়ের শিকার হন।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here