সংবাদ ডেস্কঃ অতি বর্ষণের ফলে এ বছরে সারাদেশে প্রায় ৪ লাখ কিলোমিটার রাস্তাঘাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন প্রায় ৩ লাখ ৪১ হাজার কিলোমিটার রাস্তা, সড়ক ও জনপথের আওতাধীন প্রায় ৪১ হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে অতি বর্ষণের ফলে এত রাস্তাঘাটের ক্ষয়-ক্ষতি হয়নি।
এসব ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের সার্বিক তথ্য তৈরি করা হয়েছে। শিগগিরই ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য সরকারি উদ্যোগ নেয়া হবে।
গতকাল রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান। মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা প্রশ্নের জবাব দেন।
… [Trackback]
[…] Read More on that Topic: dailyshongbad.com/2017/11/13/চার-লাখ-কিলোমিটার-রাস্তা/ […]