স্পোর্টস ডেস্ক ::  আবু জায়েদ রাহির দুর্দান্ত বোলিংয়ে জয় পেল খুলনা টাইটান্স। রবিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে হারালো তারা। রাহি নিয়েছেন চারটি উইকেট। এর আগের ম্যাচে সিলেট সিক্সার্সকে ছয় উইকেটে হারিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন ম্যাচ খেলে খুলনা টাইটান্সের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে, তিন ম্যাচ খেলে চিটাগং ভাইকিংসের এটি দ্বিতীয় হার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খুলনা টাইটান্সের দেয়া ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫২ রান করতে সমর্থ হয় চিটাগং ভাইকিংস।

দলের পক্ষে সিকান্দার রাজা ৩৭, মিসবাহ-উল-হক ৩০ ও লুইস রিসি ২২ রান করেন। খুলনা টাইটান্সের পক্ষে আবু জায়েদ রাহি ৪টি, জফরা আর্চার ১টি, শফিউল ইসলাম ১টি ও কার্লোস ব্র্যাথওয়েট ১টি করে উইকেট নেন।

চিটাগং ভাইকিংস ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে লুকে রঞ্চি ও সৌম্য সরকারকে সাজঘরে ফেরান আবু জায়েদ রাহি। তৃতীয় ওভারে আবার বোলিংয়ে এসে দিলশান মুনাবিরাকে ফিরিয়ে দেন রাহি।

পঞ্চম ওভারে এনামুল হক বিজয়কে আউট করেন কার্লোস ব্র্যাথওয়েট। এরপর ৫৯ রানের পার্টনারশিপ গড়েন মিসবাহ-উল-হক ও সিকান্দার রাজা। দলীয় ৯৭ রানে শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান সিকান্দার রাজা। দলীয় ১০৭ রানে আবু জায়েদ রাহির বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক মিসবাহ-উল-হক।

১৯তম ওভারের প্রথম বলে জফরা আর্চারের বলে বোল্ড হন লুইস রিসি। ইনিংস শেষে তানভীর হায়দার ১৪ ও সানজামুল ইসলাম ৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স। দলের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ৪০, আরিফুল হক ৪০, কার্লোস ব্র্যাথওয়েট ৩০ ও রিলি রুশো ২৫ রান করেন। চিটাগং ভাইকিংসের পক্ষে তাসকিন আহমেদ ৩টি, সানজামুল ইসলাম ২টি,দিলশান মুনাবিরা ১টি ও শুভাশিস রায় ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৮ রানে জয়ী খুলনা টাইটান্স।

খুলনা টাইটান্স: ১৭০/৭ (২০ ওভার)

(চাঁদউইক ওয়ালটন ৫, নাজমুল হোসেন শান্ত ৯, মাইকেল কলিঙ্গার ২, রিলি রুশো ২৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৪০, আরিফুল হক ৪০, কার্লোস ব্র্যাথওয়েট ৩০, জফরা আর্চার ১১*; সানজামুল ইসলাম ২/২০, সিকান্দার রাজা ০/১৭, দিলশান মুনাবিরা ১/১৬, শুভাশিস রায় ১/২১, তাসকিন আহমেদ ৩/৪৩, তানভীর হায়দার ০/৪৪, লুইস রিসি ০/৯)।

চিটাগং ভাইকিংস: ১৫২/৭ (২০ ওভার)

(লুকে রঞ্চি ২, সৌম্য সরকার ০, এনামুল হক বিজয় ১৮, দিলশান মুনাবিরা ১০, মিসবাহ-উল-হক ৩০, সিকান্দার রাজা ৩৭, লুইস রিসি ২২, তানভীর হায়দার ১৪*, সানজামুল ইসলাম ৫*; আবু জায়েদ রাহি ৪/৩৫, জফরা আর্চার ১/৩০, শফিউল ইসলাম ১/২৪, কার্লোস ব্র্যাথওয়েট ১/২৯, মোশাররফ হোসেন রুবেল ০/২২, মাহমুদউল্লাহ রিয়াদ ০/৬)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: আবু জায়েদ রাহি (খুলনা টাইটান্স)।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here