সংবাদ ডেস্ক :: ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশ নেতাকর্মীদের অংশ গ্রহণে এরই মধ্যে শুরু হয়ে গেছে। রোববার দুপুর পৌনে দুইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলীয় চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার।
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রং বেরংয়ের প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের সমাবেশ স্থলে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। তবে সমাবেশ স্থলে বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। এই জনসভার মধ্য দিয়ে প্রায় দু’বছর পর রাজধানীতে কোন সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দীমুখী নেতাকর্মীদের ঢল শুরু হয়। মঞ্চের আশপাশের ল্যাম্পপোস্ট, বিভিন্ন গাছে, নেতাকর্মীদের হাতে হাতে শোভা পাচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পোস্টার, ব্যানার ফেস্টুন।
এদিকে জনসভাকে কারণে জোরদার করা হয়েছে সভাস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যেই সমাবেশ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার জানান, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তারা। তবে কোন ধরণের বিশৃঙ্খলা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।