আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার এই বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিক্ষোভকারীরা শনিবার সন্ধ্যায় হলুদ ফিতা পরে ক্যারের ডি লা ম্যারিনা এলাকায় সমবেত হয়েছিল। সমাবেশে কারারুদ্ধ কাতালান নেতাদের পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছেন। কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে তৃণমূলে কাজ করা দুটি সংগঠনের আহ্বানে এরা সবাই সমবেত হয়েছিলেন।
সমাবেশে অংশগ্রহণকারী ৬৩ বছরের পেপ মোরালস নামে এক ব্যক্তি বলেছেন, ‘এখানে যারা এসেছে তাদের দিকে দেখুন। স্বাধীনতার আন্দোলন এখনো শক্তিশালী হচ্ছে।’
বার্সেলোনার পুলিশ জানিয়েছে, প্রায় সাড়ে ৭ লাখ লোক সমাবেশে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা রাজবন্দিদের ছবি বহন করেছিলেন এবং কাতালোনিয়ার স্বাধীনতার লাল-হলুদ পতাকা বাতাসে উড়িয়েছেন।
গত ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে গণভোট হয় কাতালোনিয়ায়। এর ভিত্তিতে ২৭ অক্টোবর সেখানকার পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণা দিলে স্পেন সরকার অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্ষমতাসীন সরকারকে বরখাস্ত করে। একইসঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
বৃহস্পতিবার কাতালোনিয়ার পার্লামেন্টের স্পিকার ও চার এমপিকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের আদালত। তবে কারাগারে এখনো আটক রয়েছেন আরো আট নেতা।
… [Trackback]
[…] Find More on that Topic: dailyshongbad.com/2017/11/12/কাতালোনিয়ায়-রাজবন্দিদের/ […]