গোয়াইনঘাট সংবাদদাতা : জাফলংয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার দুপুরে সোনাটিলায় বন বিভাগর জায়গায় নির্মিত দুটি ঘর উচ্ছেদ করে টাস্কফোর্স । এসময়, বন বিভাগের জায়গায় পাথর ডাম্বিং এর জন্য নির্মিত দুটি রাস্তাও বন্ধ করে দেয়া হয়।
গোয়াইঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন কুমার দাশ, জৈন্তাপুর থানার ওসি খান মো. মইনুল জাকির, বন বিভাগের সারি রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ, বিট অফিসার আব্দুল খালিকসহ পুলিশ ফোর্সের সদস্যরা।
রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ জানান-দুটি বসতঘর উচ্ছেদের পাশাপাশি ১৫টি পাকা পিলার বসিয়ে সেখানে বনবিভাগের জায়গায় পাথর ডাম্বিং এর জন্য নির্মিত দুটি রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে।