সংবাদ ডেস্ক :: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জিয়ার বিশ্বাসঘাতকতায় সিপাহী বিদ্রোহের মহিমা ম্লান হয় না। সাত নভেম্বরের মহানায়ক তাহের, খলনায়ক জিয়া। তিনি বলেন, জিয়া সিপাহীদের সঙ্গে বিদ্রোহ করে, নিজের প্রাণ রক্ষাকারী কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে নিজেকে মীর জাফর হিসাবে প্রতিষ্ঠা করেছে। সিপাহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার রাজনীতিই বেগম জিয়া-বিএনপি বহন করে চলেছে।
মঙ্গলবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাষণদানকালে এ কথা বলেন তিনি।
জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, উপদেষ্টা রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।
বিএনপির রাজনীতির ভিত্তিই বিশ্বাসঘাতকতা উল্লেখ করে ইনু বলেন, শোষণ-বঞ্চনা-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তাহের ও সাত নভেম্বর চির প্রেরণার উৎস।