সংবাদ ডেস্ক : সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে পাঁচ কিশোরসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরবর্তী মোলাগুল বাংলাটিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কানাইঘাট উপজেলার চান্দালা বাংলাটিলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে জাকির (১৬), আলমাছ মিয়ার ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মোছাব্বির মিয়ার ছেলে মারুফ (১৩), জন মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও একই গ্রামের সুন্দর আলী (৩৫)। নিহতদের মধ্যে পাঁচ কিশোর স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাটের ডাউকেরগুল নেছারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ উপলক্ষে বসা হাটে কেনাকাটা করার জন্য ওই কিশোররা বাংলাটিলায় নদীর তীর থেকে পাথর তুলতে যায়। এসময় নদীর তীরের টিলা ধ্বসে পড়ে তারা চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়।
… [Trackback]
[…] Find More here on that Topic: dailyshongbad.com/2017/11/07/কানাইঘাটের-লোভাছড়ায়-মাটি/ […]