সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখার ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই আইনজীবীসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আটক করা হয়। আইনজীবী আটকের ঘটনা জানাজানি হলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় আদালতপাড়া জুড়ে। এ ব্যাপারে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম ও জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক ঘেনু চন্দ্র রায়।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সন্ধ্যায় আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখায় বিভিন্ন চলমান মামলার জামানতের টাকা জমা থাকে। স্বাক্ষর জাল করে এর মধ্যে থেকে বেশ কয়েকটা মামলার প্রায় ১৯ লাখ টাকা দুই আইনজীবী ও আদালতের কর্মকর্তারা হাতিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে রোববার আদালত প্রাঙ্গণ থেকে দুই আইনজীবী ও হিসবারক্ষণ কর্মকর্তাকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শায়েখ আহমদ সংবাদ মাধ্যমকে জানান, যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, এ ব্যাপারে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদউল্লাহ বলেন, জালিয়াতির ঘটনায় দুই অ্যাডভোকেটসহ তিনজন আটক রয়েছেন। এ ঘটনায় আরো কেউ জড়িত কি না আমরা তদন্ত করছি।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here